বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তিনি বলেন, “জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক।” তিনি উল্লেখ করেন যে এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোর ক্ষেত্রে তাদের কথা ও কাজের মধ্যে একটি মিল বা ভারসাম্য খুঁজে পাওয়া যায়। কিন্তু জামায়াতে ইসলামী কী বলছে আর কী করছে, সেটার কোনো মিল নেই।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে ‘পিআর ইস্যু’-তে জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়ে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল। দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে আছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “আমরা একটু অবাক হই, যখন শাপলা প্রতীক নিয়ে একেবারে অনড় অবস্থানে দলটি চলে যায়।” তিনি প্রশ্ন তোলেন, শাপলা প্রতীক পেলেই কি ভোট বেশি পাওয়া যাবে বা জেতার সম্ভাবনা হবে? বিষয়টি তো আসলে সেরকম নয়।
তিনি আরও বলেন, একটা মার্কা তখনই ব্র্যান্ড হয়ে ওঠে, যখন দীর্ঘ সময়ে একটা দল তার কাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে।
রুমিন ফারহানা বলেন, “আমরা দীর্ঘ সময় বাংলাদেশে দেখেছি—হয় নৌকা, না হলে ধানের শীষ, হয় ধানের শীষ, না হলে নৌকা অর্থাৎ এই দুটো মার্কা একেবারে মানুষের ভেতরে মননে মগজে মজ্জায় গেছে। কিন্তু শাপলা তো সেরকম না। শাপলা কিংবা পদ্ম বা গোলাপ যেটাই হোক, একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই ব্র্যান্ড তৈরি করতে হবে।”
বিএনপির এই নেত্রী বলেন, বিষয়টি এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যদি শাপলা না দেওয়া হয়, তাহলে মনে হবে নির্বাচনের আগেই দলটি (এনসিপি) হেরে গেছে এবং এই পরাজয়টা কিন্তু তারা নিজেরা বরণ করে নিচ্ছে।