জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্কা শাপলা-ই হবে বলে জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা।”
অন্যদিকে, নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে খাট, বেগুনসহ ৫০টি প্রতীকের মধ্যে একটি বেছে নিতে বলেছে। তবে শাপলার দাবিতে অনড় রয়েছে দলটি। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাতে এনসিপি এই বার্তা দিয়েছে।
হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “শাপলার বিকল্প কোনো অপশন নেই।” তিনি প্রশ্ন তোলেন, ইসির শিডিউলে যে মার্কাগুলো রয়েছে, সেগুলোর নীতিমালার কোনো স্পষ্ট ভিত্তি নেই, তেমনি শাপলাকে কেন অন্তর্ভুক্ত করা হবে না, তারও স্পষ্ট নীতিমালা নেই।
তিনি আরও বলেন, “মধ্যযুগীয় বর্বর শাসনব্যবস্থায় আমরা দেখতাম, যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই আইন প্রণয়ন করে। নির্বাচন কমিশনের আচার-আচরণে আমরা এ ধরনের মধ্যযুগীয় রাজাবাদশাদের আচরণের সঙ্গে তাদের একটা সাদৃশ্য রয়েছে।”
এনসিপির এই নেতা অভিযোগ করেন, এই সিদ্ধান্তগুলো তাদের কাছে চাপিয়ে দেওয়া মনে হচ্ছে। তিনি বারবার বলেন, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, এটি অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় এবং এই ডিসিশনটা তাদের চাপিয়ে দেওয়া হয়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি তাদের খাট, বেগুনসহ ৫০ প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমরা এখান থেকে প্রতীক নেব না।”