Thursday, October 23, 2025
Homeবিনোদনদুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিলেন হিরো আলম!

দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিলেন হিরো আলম!

দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে তার স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়েছেন অভিনেতা হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে তিনি রিয়া মনিকে এই মৌখিক তালাক দেন।

হিরো আলম নিশ্চিত করেছেন যে তার উকিল ইতিমধ্যেই ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন এবং কোর্টের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ হাতে পাবেন। তিনি মিডিয়ার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।”

তালাকের আগে একটি ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছিলেন, “আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাব নগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।”

স্ত্রীকে তালাক দেওয়ার পরই হিরো আলম আবার বিয়ে করবেন বলে তার অনুসারীদের মধ্যে কথা ছড়িয়ে পড়লেও, তিনি নিজে ভিন্ন কথা বলছেন। হিরো আলম জানান, “এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না।”

তিনি অভিযোগ করে বলেন, এর আগে তিনি যে দুটি বিয়ে করেছিলেন, তাদের স্ত্রীরা “আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল,” এবং “মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে।” তিনি আরো বলেন, “তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।”

RELATED ARTICLES

Most Popular