Thursday, October 23, 2025
Homeবাংলাদেশজামায়াত নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

জামায়াত নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হলেন উল্লাপাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. হেলাল উদ্দিন

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাগরোহা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ সামিহা খাতুন ও তার স্বামী শাকিল হোসেন

সংবাদ সম্মেলনে সামিহা খাতুন জানান, গত ১৩ অক্টোবর গভীর রাতে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। এ সময় হেলাল উদ্দিন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে বিছানায় ওঠেন। টের পেয়ে তিনি চিৎকার দিলে হেলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালিয়ে যাওয়ার সময় হেলাল উদ্দিন ঘটনাস্থলে লুঙ্গি ও জুতা ফেলে যান। চিৎকার শুনে তখন প্রতিবেশীরা এগিয়ে আসেন।

ভুক্তভোগীর স্বামী শাকিল হোসেন বলেন, জামায়াত নেতা হেলাল উদ্দিন আমার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এ ঘটনার বিচার চেয়ে এলাকায় বলেছি; কিন্তু কেউ বিচার দেয়নি। উল্টো আমাদের পরিবারকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। তাই থানায় মামলাও করতে পারছি না।

প্রতিবেশী আনিছুর রহমান জানান, গভীর রাতে চিৎকার শুনে তিনি বাইরে আসেন এবং তখন দেখেন হেলাল উদ্দিন দৌড়ে পালাচ্ছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষরা আমার সম্মানহানি করার চেষ্টা করছে। তিনি অভিযোগকারী গৃহবধূর স্বামীকে নেশাগ্রস্ত এবং এলাকায় খারাপ পরিচিত বলে দাবি করেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির বলেন, জামায়াতের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল এ ষড়যন্ত্র করেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনা সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করতে কেউ আসেনি।

RELATED ARTICLES

Most Popular