চট্টগ্রামের মিরসরাইয়ে মাজারে মানত শেষে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে খতিজা বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত খতিজা বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার মো. হানিফের স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খতিজা বেগম শনিবার দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত মামা ফকির আস্তানায় মাজারে তাঁর মানত শেষ করেন। এরপর রেললাইনের পাশ ধরে হেঁটে যাওয়ার সময় চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আশরাফ ছিদ্দিক কালবেলাকে বলেন, শনিবার দুপুরে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে খতিজা বেগম নামে ওই নারীর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।