সিলেট রেলস্টেশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া ট্রেন ভ্রমণ আগামী শুক্রবার (২৪ অক্টোবর) থেকে বন্ধ থাকবে। এছাড়া একজনের টিকিটে আরেকজনের ট্রেনে চলাচলও নিষিদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারি নিয়ে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে রেলের কর্মরত সবার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি ঘোষণা দেন, “আগামী ২৪ অক্টোবর শুক্রবার থেকে এনআইডি কার্ড ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবে না।” তিনি আশা প্রকাশ করেন, এনআইডি সংযোজনের কারণে টিকিট কালোবাজারি অনেকাংশে কমে আসবে।
তিনি আরও জানান, এদিন সিলেট রেলস্টেশন পরিদর্শনের মূল কারণ ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের ঘটনা। বিমানবন্দরের সমস্যার কারণে যাত্রীরা যেহেতু গন্তব্যে যেতে পারছেন না, তাই কিছু মানুষ যেন ট্রেনে যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। জরুরি অবস্থার কারণে ৫৫ জন যাত্রীকে এদিন ট্রেনে করে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে তিনি স্পষ্ট করে দেন, এই জরুরি ব্যবস্থা শুধুমাত্র আজকের দিনের (শনিবার) জন্য করা হয়েছে।