রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে (গুদাম) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ মঙ্গলবার (সময় উল্লেখসহ) বেলা সোয়া ৪টার দিকে এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত লাশগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পাদনের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।