Thursday, October 23, 2025
Homeবাংলাদেশ‘ধর্ম অবমাননা’: নর্থ সাউথের অপূর্বকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

‘ধর্ম অবমাননা’: নর্থ সাউথের অপূর্বকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে অনুষ্ঠিত হবে।

গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ মিয়া অপূর্বকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত ওই আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিনটি নির্ধারণ করেন।

রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন যে, কোরআন অবমাননার সঙ্গে অপূর্ব পলের জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। অপূর্ব স্বীকার করেছেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে কোরআন শরীফ হাতে নিয়ে এসে সবার সামনে মেঝেতে ফেলে পা দিয়ে পদদলিত করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। 

এছাড়াও আবেদনে বলা হয়, ঘটনাটি কারো ইন্ধনে বা কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর উস্কানিতে দেশে নৈরাজ্য ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে ঘটেছে কিনা, তা জানতে অপূর্বকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

ঘটনার প্রেক্ষাপট ও গ্রেপ্তার

কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পলের বিরুদ্ধে গত ৫ অক্টোবর ভাটারা থানার এসআই হাসমত আলী মামলাটি দায়ের করেন। এর আগে, ৪ অক্টোবর রাতে ফেসবুকে এ সংক্রান্ত কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা রাত ১টার দিকে অপূর্ব পলের বাসার সামনে জড়ো হতে থাকে। 

খবর পেয়ে ভাটারা থানা পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা অপূর্বকে মারধর শুরু করে। জনতাকে শান্ত করতে না পেরে পুলিশের উপরও তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাড়তি পুলিশ ডাকা হয়। মারধরের মধ্যেই রাত পৌনে ৩টার দিকে পুলিশ অপূর্বকে হেফাজতে নিতে সক্ষম হয়।

পরের দিন মামলা দায়েরের পর অপূর্বকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠান। অপূর্ব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং মামলা ও কারাগারে যাওয়ার পর তাকে বিশ্ববিদ্যালয় থেকে ‘স্থায়ী বহিষ্কার’ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular