Thursday, October 23, 2025
Homeবিশ্বভারতে ‘পারমাণবিক হামলার’ হুমকি

ভারতে ‘পারমাণবিক হামলার’ হুমকি

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন। পাকিস্তান-আফগান সংঘাতের মধ্যে ভারতের বিরুদ্ধে তাঁর এই পারমাণবিক অস্ত্রের উল্লেখ এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা নিয়ে করা মন্তব্যে কূটনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) দেওয়া এক ভাষণে অসীম মুনির দাবি করেন যে, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। কিন্তু এর পরপরই তিনি সতর্ক করে দেন, ছোটখাটো উসকানিতেও পাকিস্তানের কাছ থেকে এমন ‘অসমানুপাতিক’ (প্রত্যাশিতের চেয়ে বহুগুণ বেশি) জবাব আসতে পারে, যা ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের ভুল ধারণাকে ভেঙে দিতে পারে।

তিনি বলেন, “যদি নতুন করে শত্রুতার ঢেউ শুরু হয়, তবে পাকিস্তান উদ্যোগকারীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে।” মুনির আরও যোগ করেন, “আমাদের যুদ্ধের সক্ষমতা বেড়েছে। আমাদের অস্ত্র ব্যবস্থার নাগাল এবং প্রাণঘাতী ক্ষমতা ভারতের ভৌগোলিক বিশালতার ভুল ধারণাকে চূর্ণ করে দেবে।”

এই পাকিস্তানি নেতা আরও কঠোরভাবে সতর্ক করে দেন যে, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়ভার সরাসরি ভারতের ওপর বর্তাবে, যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে।

সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হুমকির অংশ হিসেবে মুনিরের এই বক্তব্য এসেছে। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, সীমান্তে কোনো রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে। এর রেশ ধরে ভারতের সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না।

এই ভারতীয় মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানও একের পর এক হুমকি দিয়ে আসছে। অক্টোবরের শুরুতে পাকিস্তান সেনাবাহিনী বলেছিল, ভবিষ্যৎ ভারত-পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। এমন পাল্টাপাল্টি হুমকির ফলে আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

RELATED ARTICLES

Most Popular