Thursday, October 23, 2025
Homeবাংলাদেশবিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম, বাতাসের মান 'অস্বাস্থ্যকর'

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

সুইজারল্যান্ড-ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা আজ (শনিবার, সকাল ৮টা) বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ১৮০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর অতিরিক্ত উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এই বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ২০ গুণ বেশি।

শহরের এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি। এই এলাকায় ২২৭ একিউআই স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস বিরাজ করছে। এর পরই রয়েছে কল্যাণপুর, গোড়ান, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর এবং শান্তা ফোরাম, যেখানে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুর মানের স্তরসমূহ:

– ০ – ৫০: ভালো

– ৫১ – ১০০: মাঝারি বা সহনীয়

– ১০১ – ১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

– ১৫১ – ২০০: অস্বাস্থ্যকর

– ২০১ – ৩০০: খুবই অস্বাস্থ্যকর

– ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ

RELATED ARTICLES

Most Popular