Thursday, October 23, 2025
Homeবাংলাদেশগাজীপুরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

গাজীপুরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

গাজীপুরের কাপাসিয়ায় একটি মিনি পেট্রলপাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষ থেকে কাপাসিয়া থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় সুনির্দিষ্টভাবে আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রথম আলোকে জানান, মামলার এজাহারে নাম থাকা আটজনের মধ্যে ওমর ফারুক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণ:

বিপিসির নির্দেশনায় সারাদেশে বিভিন্ন পেট্রলপাম্পে চলা নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত সোমবার (গতকাল) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। গাজীপুর জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের আমরাইদ-গিয়ায়পুর সড়কে অবস্থিত ‘মেসার্স জমজম ট্রেডার্স’ নামের মিনি পেট্রলপাম্পে অভিযান চালায়।

পদ্মা অয়েল কোম্পানির প্রতিনিধি মো. সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে নিশ্চিত করেন যে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্পটিতে কিছু অনিয়ম ধরা পড়ে। এ সময় প্রায় ৫০ লিটার পেট্রল জব্দ করা হয় এবং পাম্পের মালিককে দশ দিনের মধ্যে প্রতিষ্ঠান-সংক্রান্ত কাগজপত্র ঠিক করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তিনি জানান, এরপরই স্থানীয় কিছু লোক হঠাৎ জড়ো হয়ে ‘ভুয়া ম্যাজিস্ট্রেট’ ও ‘ভুয়া পুলিশ’ স্লোগান দিতে শুরু করে এবং ম্যাজিস্ট্রেটের মাইক্রোবাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। হামলায় গাড়িটির সামনের ও দুই পাশের কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত কাপাসিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

প্রাথমিকভাবে বিপিসির কর্মকর্তারা ধারণা করছেন, পাম্পের মালিকপক্ষই স্থানীয় লোকজনকে উসকানি দিয়ে এই হামলার ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে মন্তব্য জানতে পাম্পের মালিক মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

RELATED ARTICLES

Most Popular