Thursday, October 23, 2025
Homeবাংলাদেশএক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জের সীমানায় আবদুল্লাপুর টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আহমেদ নোমান (২৮) এবং মুজিবুল হক (২৮)। তাঁরা উভয়েই বন্ধু ছিলেন এবং তাঁদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। ঘটনার সময় তাঁরা মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন।

শ্রীনগর হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নোমান ও মুজিবুল মাওয়ার দিকে যাওয়ার সময় তাঁদের মোটরসাইকেলটি আবদুল্লাপুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ নোমান ও মুজিবুল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক আজ মঙ্গলবার সকালে জানিয়েছেন যে নিহত ব্যক্তিদের স্বজনেরা গতকাল রাতেই তাঁদের মরদেহ শনাক্ত করে নিয়ে গেছেন। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular