Thursday, October 23, 2025
Homeবিশ্বইসরায়েলের প্রেসিডেন্টকে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানালেন ট্রাম্প

ইসরায়েলের প্রেসিডেন্টকে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার থেকে তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন।

জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে গতকাল সোমবার দেওয়া ভাষণে ট্রাম্প এই আহ্বান জানান।

ঘণ্টাব্যাপী ভাষণে ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, “আমার একটি ভাবনা আছে। প্রেসিডেন্ট, আপনি কেন তাঁকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?”

ট্রাম্পের এই মন্তব্য এসেছে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা জালিয়াতি, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে। অভিযোগগুলোর মধ্যে একটি ছিল এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার মূল্যের সিগারেট ও শ্যাম্পেইন উপহার নেওয়ার বিষয়টি, যা ২০১৯ সালে মামলার বিষয়বস্তু হয়েছিল। নেতানিয়াহু অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আসছেন।

ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি প্রধানত আনুষ্ঠানিক হলেও, বিশেষ পরিস্থিতিতে তাঁর অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ২০২০ সালে শুরু হলেও, এখনো মামলাগুলোর রায় হয়নি। গাজায় চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এই বিচার বারবার ব্যাহত হয়েছে।

এর আগে গত জুনেও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। নেতানিয়াহু এই বিচারকে বামপন্থীদের পক্ষ থেকে একজন নির্বাচিত দক্ষিণপন্থী নেতাকে উৎখাত করার লক্ষ্যে ‘রাজনৈতিক হয়রানি’ বলে আখ্যায়িত করেছেন।

RELATED ARTICLES

Most Popular